Daily

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নার্সিং কলেজ তৈরির উদ্যোগ নিলেন। বাড়ানো হবে রাজ্যে নার্সিং কলেজের সংখ্যা। তৈরি করা হবে নতুন কলেজ। ইতিমধ্যেই জায়গা পরিদর্শন করে গিয়েছেন তিনি। রাজ্যের, কালিম্পং,সাগর দত্ত মেডিক্যাল কলেজ, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, ডায়মন্ডহারবার, মুর্শিদাবাদ, মালদহ এবং শান্তিনিকেতনে মোট ৯টি নতুন নার্সিং কলেজ তৈরি হবে।
প্রস্তাবিত ন’টি কলেজ হলে রাজ্যে সরকারি নার্সিং কলেজের সংখ্যা বেড়ে হবে ২৩টি। এর মধ্যে ১০টিতে এমএসসি এবং ন’টি পোস্ট বেসিক পড়ানো হবে। বর্তমানে রাজ্যের ছ’টি নার্সিং স্কুলে এএনএম পড়ানো হয়। মোট আসন পাঁচশোর বেশি,বাড়বে আরও পাঁচশো আসন। এবছরের মধ্যেই এক হাজারেরও বেশি নার্সিং আসন বাড়তে চলেছে এ রাজ্যে। এর মধ্যে বিএসসি, পোস্ট বেসিক, এমএসসি প্রভৃতি আসন রয়েছে। এই বছরই এইসব জায়গায় পড়াশোনা শুরু করে দেওয়ার লক্ষ্য রাখছে সরকার। স্বাস্থ দপ্তরের এক উচ্চপদস্থ কর্তা জানান, প্রতি তিনবছর অন্তর কমপক্ষে ১০ হাজার নার্স তৈরি করা তাদের লক্ষ্য। নার্সিংয়ে বাংলাকে সম্পূর্ণ স্বয়ম্ভর করতে হবে তৎপর রাজ্য সরকার। নিজ সরকারি হাসপাতালগুলিতে যেন স্থানীয় নার্সদের কাজের কোনো অভাব না হয় সে বিষয়ে নজর রাখবেন তারা।
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম ক্ষমতায় এসে স্বাস্থ্যক্ষেত্রে যে দু’টি ক্যাডারে সবচেয়ে বেশি সরকারি নিয়োগ হয়েছে, তার মধ্যে অন্যতম হল স্টাফ নার্স। ফি বছর চার-পাঁচ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে। যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ছে, এই সংখ্যক নার্স তৈরি করতে না পারলে পরিষেবা দিতে নাভিশ্বাস উঠবে, বাড়বে সমালোচনাও, বলে জানান স্বাস্থভবনের আরেক কর্তা। আবার গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ঘরের মেয়েরা কষ্ট করে সরকারি কলেজে নার্সিং পড়ল, অথচ চাকরি পেলনা, তেমনটা যেন না হয়, তাই ভারসাম্য রেখে চলার কথা বলেন তিনি।
ব্যুরো রিপোর্ট