Daily

যেমনি কথা তেমনি কাজ। প্রায় ৫০ বছর পর রাজ্যের আইন সভায় ফিরতে চলেছে বিধান পরিষদ। কান্ডারী, মাননীয়া মুখ্যমন্ত্রী স্বয়ং। একুশের বিধানসভা ভোটের আগে দেওয়া কথা রাখতে এগিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় আইন সভার উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার মতোই দুই কক্ষ বিশিষ্ট রাজ্যের আইন সভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। রাজ্যসভার সঙ্গে অনেকটাই মিল আছে বিধান পরিষদের। রাজ্যসভার মতো বিধান পরিষদের কার্যকালের মেয়াদ ৬ বছর। বর্তমান ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা সহ ৬ টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ। খোদ বাংলাতে বিধান পরিষদের অস্তিত্ব থাকলেও বাম-কংগ্রেস জামানায় অবলুপ্তি ঘটে তার।
১৯৬৯ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের অবলুপ্তি আইন পাশ হয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে হতে চলেছে এর পুনর্জন্ম। মমতা বন্দোপাধ্যায়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
ব্যুরো রিপোর্ট