Daily

সাম্প্রতিক বৃষ্টিতে বর্ধমানের বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে যায় ধানের জমি। এরমধ্যে পূর্ব বর্ধমান জেলার রায়না ১নম্বর ব্লকের মুগরা অঞ্চলের উচিতপুর এলাকার কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিঘের পর বিঘে ধানজমি এখন জলের তলায়। বিশেষ করে অনেক চাষীর ধান কাটা অবস্থায় মাঠে রাখা ছিল। পুরোপুরি জলে ডুবে থাকায় তা উদ্ধার করা সম্ভব নয় বলে জানালেন চাষীরা। যদিও কিছু উদ্ধার করাযায় ,
সেটা বিক্রয়যোগ্য থাকবে না। অনেকে আবার ঋণ নিয়ে চাষ করেছেন। একে করোনা অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত চাষীদের। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন এবং সহায়তার আশ্বাস দেন।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান