Prime
Daily
জল বাড়ছে হলদি নদীর
By Business Prime News | May 25, 2021
Daily
এগিয়ে আসছে ইয়াস। সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে। যত কাছাকাছি আসতে থাকবে ততই উত্তাল হবে সমুদ্র। ইয়াসের প্রভাব ইতিমধ্যেই পড়েছে হলদিয়ায়। অন্যান্য দিনের থেকে হলদি নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। এমনকি মাছ ধরার যে সকল ট্রলার মাঝ নদীতে ছিল, প্রশাসনের নির্দেশমত তারা সবাই ফিরতে শুরু করেছে।
কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, হলদিয়া বন্দরের সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো রাখা হয়েছে। আজ দুপুর দুটোর পর থেকে লোডিং, আনলোডিং সমস্ত প্রক্রিয়াই বন্ধ হয়ে যাবে।
মানস আদক, পূর্ব মেদিনীপুর