Daily

মঙ্গলবার্তা দিলো মঙ্গলগ্রহ। জলের হদিশ মিলল লাল গ্রহে। মঙ্গলগ্রহের ৪৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মিলেছে খোঁজ। খোঁজ দিয়েছে ফাইন রিজোলিউশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টর। ছোট করে ডাকলে হয় ফ্রেন্ড। ফ্রেন্ডের কাজই হচ্ছে জলের সন্ধান করা।
উচ্চক্ষমতাসম্পন্ন কসমিক রশ্মি নির্গমনের মাধ্যমে লালগ্রহের মাটি থেকে নিউট্রনের নিঃসরণ ঘটায় এই যন্ত্র। সাধারণত শুষ্ক মাটি থেকে নিউট্রন নির্গমনের হার বিপুল। আর মাটি আর্দ্র থাকলে সেখান থেকে নিউট্রন নির্গমন তুলনামূলকভাবে কম হয়। আর সেই আর্দ্র মাটি পরীক্ষা করলেই হদিশ মেলে জলের। জল শুধুমাত্র সেখানেই পাওয়া যাবে যেখানে হাইড্রোজেনের অস্তিত্ব রয়েছে। মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে প্রায় ৪০%ই জলীয়।
অবাক হওয়ার কিছু নেই। লাল গ্রহ জলের খোঁজ আগেও দিয়েছিল। গ্রহের মেরুপ্রান্তে ছিল তার অবস্থান। তাই স্বাভাবিকাবেই বরফ আকারে তার অবস্থান ছিল। তবে পরিমাণে তা ছিল খুবই সামান্য। কিন্তু এবার যেই জায়গায় জলের সন্ধান পাওয়া গিয়েছে সেটির গভীরতা বেশি না হলেও, আকার এবং আয়তনে বড়ো। আর এই যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানমহলে তুমুল আলোড়ন তুলবে। নতুন দরজা খুলবে গবেষণা ক্ষেত্রের।
ব্যুরো রিপোর্ট