Daily
তিস্তার জল নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সমস্যা তো থেকে গেছেই। এবার কি সেই সমস্যা আরও বড় আকার নিচ্ছে চিনের হস্তক্ষেপে? এবার কি তাহলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ভুগতে হতে পারে জলকষ্টে? একইসঙ্গে জলসংকট দেখা দিতে পারে বাংলাদেশেও? কিন্তু চিন কী এমন পদক্ষেপ নিতে চলেছে, যা দুই দেশের জল সমস্যাকে আরও প্রশস্ত করে তুলবে? জানতে হলে পুরো প্রতিবেদনটি দেখুন।
বিশ্বের উচ্চতম নদীগুলোর মধ্যে একটি হল ইয়ারলুং জাংবো। তিব্বত থেকে এই নদীটি ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম ছুঁয়ে চলে গিয়েছে বাংলাদেশে। এই ইয়ারলুং জাংবো-ই আসাম থেকে বাংলাদেশে পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে। আর এই ব্রহ্মপুত্র নদী ভারত সহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর অনেকটাই নির্ভর করে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি। কিন্তু শোনা যাচ্ছে, ভারত এবং বাংলাদেশকে বিপাকে ফেলতেই চিন নিয়েছে একটা বড়সড় সিদ্ধান্ত। জানা গিয়েছে, এই ব্রহ্মপুত্র নদীর উপরেই বিশালাকায় ড্যাম তৈরি করতে চাইছে বেজিং। প্রকল্পটি বাস্তবায়িত হলে মনে করা হচ্ছে, এই ড্যাম থেকে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সক্ষম হবে। যা প্রতিবেশী দুই দেশ ভারত এবং বাংলাদেশের জন্য হতে পারে যথেষ্ট চিন্তার। আর এটাই হতে চলেছে চিনের হাইড্রোওয়েপন স্ট্র্যাটেজি।
এর ফলে দুই দেশের একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প ধাক্কা খাবে। ধাক্কা খাবে দুই দেশের কৃষিকাজ। বিধ্বস্ত হতে পারে দুই দেশের অর্থনীতি। এটাই কি চাইছে জিংপিংয়ের সরকার? বেজিং কি এভাবেই চাইছে ভারত এবং বাংলাদেশের মধ্যে জলযুদ্ধকে আরও বাড়িয়ে দিতে? চিন খুব ভালো করেই জানে, ব্রহ্মপুত্রের গুরুত্ব দুই দেশে কতটা। ভারতের ৩০ শতাংশ শুদ্ধ জলের জোগান দেয় ব্রহ্মপুত্র। ৪৪ শতাংশ হাইড্রো পাওয়ার প্রোজেক্টের জন্য ব্যবহার করা হয় ব্রহ্মপুত্রের জল। তাহলে কি চিন ইচ্ছাকৃত নদীপ্রবাহের পরিবর্তন ঘটিয়ে ভারত এবং বাংলাদেশের ওপরে ছড়ি ঘোরাতে চাইছে? সেক্ষেত্রে বড়রকম জলবঞ্চনার শিকার হতে পারে বাংলাদেশ। বেজিং খুব ভালো করে জানে, ভারতকে চাপে রাখা বেশ কঠিন। তাই জল সংকট তৈরি করতে পারলে ভারত থাকবে চাপে। আর ভারত চাপে থাকলে স্বাভাবিকভাবেই বাংলাদেশও কিছুটা চাপে থাকবে। কিন্তু পিছিয়ে নেই ভারত। ভারত যদি মনে করে চিনের তৈরি করা এই জলযুদ্ধের ভালোরকম জবাব দিতে পারে। অরুণাচলে তৈরি করতে পারে বাঁধ। আর সেটা হলে বাংলাদেশে নদীর জলপ্রবাহ আরও কমবে। স্বাভাবিকভাবেই আর্থিক দিক থেকে অনেকটাই টালমাটাল হতে পারে বাংলাদেশ। কি হবে? চিনের এই জলযুদ্ধ কতটা প্রভাব ফেলতে পারে? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।