Daily

জঙ্গল আর নোনাজলে ঘেরা সুন্দরবনে মিঠা জল যেন অনেকটাই মরুভূমিতে মরুদ্যান। আর সেই জল যদি এটিএম কাউন্তার থেকে বেরিয়ে আসে তাহলে তো কোন কথাই নেই। অন্তত না পাওয়া সুন্দরবনবাসীর কাছে এ যেন মেঘ না চাইতেই জল। প্রযত্নে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন। পাইলট প্রোজেক্ট রূপায়ন হল মথুরাপুর ২ নং ব্লকের খাড়ী গ্রাম থেকে।
সুন্দরবনের রায়দীঘি। প্রত্যন্ত এই এলাকায় জলসংকটের সমস্যা দীর্ঘদিনের। ডিপ টিউবওয়েল বসানো হলেও সেখান থেকে উঠছে নোনা জল। আর গরমকালে জলের স্তর এতটাই নেমে যাচ্ছে যে পানীয় জলের অভাব কার্যত দিন দিন বেড়েই চলেছে। তারপর গোদের উপর বিষফোঁড়ার মত ফি বছর প্রাকৃতিক দুর্যোগের থাবা। পানীয় জল পেতে যখন নাকাল হয়ে পড়ছেন রায়দীঘির সাধারণ মানুষ তখন সংকটমোচনে শুরু হল জলস্বপ্নের পাইলট প্রকল্প। যার অধীনে খাড়ী গ্রাম পঞ্চায়েতে বসানো হল ওয়াটার এটিএম।
মণি এবং ঠাকুরান নদীর অববাহিকায় পলি পড়ে তৈরি হয়েছে মথুরাপুর ২ নং ব্লক। আর এই মথুরাপুর ২ নং ব্লকের খাড়ী গ্রাম থেকেই গত ২৬ শে জানুয়ারি শুরু হল ওয়াটার এটিএমের পথচলা। ক্রেতা থেকে বিক্রেতা বা পথচলতি সাধারণ মানুষ। এখন থেকে নামমাত্র খরচ করে এই এটিএম থেকে পেয়ে যাবেন পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, তাতে শীলমোহর বসাল এই ওয়াটার এটিএম।
এই ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন রায়দিঘীর বিধায়ক ডা: অলক জলদাতা। ডায়মণ্ড হারবার সাব ডিভিশনে এই ধরণের প্রকল্প কিন্তু একেবারে প্রথম। বর্তমানে এটি পাইলট প্রোজেক্ট হিসেবে চালু করা হলেও আগামীতে তা ছড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তাও রয়েছে।
প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন এলাকাবাসীরা। এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মিনারেল ওয়াটার। পানীয় জলের সমস্যা মিটিয়ে দিয়েছে এই ওয়াটার এটিএম। খুশি এলাকার সাধারণ মানুষ।
মথুরাপুর ২ নং ব্লকে রয়েছে ১১টি গ্রাম পঞ্চায়েত। একটা সময় বিডিও অফিসের উদ্যোগে এখানে বসানো হয় ডিপ টিউবওয়েল। কিন্তু নদীর তীরের এলাকা হওয়ার কারণে নোনা জলের সমস্যা ছিল সর্বক্ষণের সঙ্গী। তারপর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পানীয় জলের সমস্যা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। এখন আর সেই সমস্যা হবে না। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। সাফল্য এলে তা আগামীতে ছড়িয়ে পড়বে মথুরাপুর ২ নং ব্লকের ১১টি অঞ্চলেই। তেষ্টা মিটবে সাধারণ মানুষের। সাফল্যের সঙ্গে ছড়িয়ে পড়বে ওয়াটার এটিএম।
নবাব মল্লিক
মথুরাপুর