Trending
সুন্দরবনের প্রত্যন্ত নটি দ্বীপ নিয়ে তৈরি গোসাবা ব্লক। দক্ষিণ ২৪ পরগনা জেলার এই ব্লকে রাতবিরেতে প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা করতে হয় নৌকা কিংবা বোটের উপর।
এছাড়াও নদী এবং জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে হঠাৎ কোনো বড় অসুখ করলে মানুষকে বাধ্য হয়ে ভরসা করতে হয় নৌকার উপর। বর্ষা কিংবা বৈশাখে নদী স্বাভাবিকভাবেই উত্তাল থাকে। প্রাণ হাতে করে রোগীকে পৌঁছাতে হয় হাসপাতালে।
সুন্দরবনের গোসাবা ব্লকের বারো মাসের এই চিত্রে বদল আজ। এখন গোসাবা ব্লকের নটি দ্বীপ থেকে থেকেই পাওয়া যাবে ওয়াটার অ্যাম্বুলেন্স। আজ ক্যানিংয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সের সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।
সুন্দরবনের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে এলাকার মানুষদের মধ্যে। বর্ষার মধ্যেও নিম্নচাপের ভ্রুকুটিকে উপেক্ষা করে বহু মানুষের সমাগম হয় এদিনের অনুষ্ঠানে।
সুন্দরবন উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোসাবা ব্লকের ভিডিও তত্ত্বাবধানে খুব নামমাত্র খরচে নৌকার পরিবর্তে মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই ওয়াটার অ্যাম্বুলেন্স।
দক্ষিণ ২৪ পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ