Daily

গত দেড় বছর ধরে করোনার আক্রমণে রাশ টানতে এক বা একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। টেলিকম সংস্থাগুলির এই করোনা কলার টিউন চালানো যা এগুলির মধ্যে অন্যতম।
কিন্তু দরকারি ফোন কলের সময় এই বাধ্যতামূলক কলার টিউন শুনতে হলে বিরক্ত হয়ে আমি আপনি সকলেই। কিন্তু জানেন কি এই কলার টিউন বন্ধও করা যায়?
হ্যাঁ । ঠিকই দেখছেন। করোনার কলার টিউন বন্ধ করার জন্য সহজ কিছু পদ্ধতি রয়েছে, যা অ্যাপ্লাই করলে এই কলার টিউনের হাত থেকে আপনার মুক্তি। এয়ারটেল, জিও, ভিআই আর বিএসএনএল-এর গ্রাহকদের জন্য রইলো বিস্তারিত। শুধুমাত্র একটা ফোন কলেই হতে মারে এই অসাধ্য সাধন। জেনে নিন বিস্তারিত।
আপনি যদি এয়ারটেল গ্রাহক হন হবে কল করুন ৬৪৬২২৪# নম্বরে আর ডায়াল প্যাডে ১ প্রেস করে ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠান। আবার ভিআই গ্রাহক হলে কি করবেন? ১৪৪ নম্বরে “CANCT” লিখে মেসেজ পাঠালেই কলার টিউন বাতিল।হয়ে যাবেন। জিওর গ্রাহকেরা ১৫৫২২৩ নম্বরে “STOP” ম্যাসেজ লিখে পাঠালে পাঠালে কলার টিউন বন্ধ করিয়ে দেয়া হবে। আর বিএসএনএল-এর গ্রাহকদের ৫৬৭০০ বা ৫৬৯৯ নম্বরে “UNSUB” লিখে মেসেজ পাঠালেই কলার টিউন থেকে এক্কেবারে মুক্তি।
ব্যুরো রিপোর্ট