Daily

২৬ জুলাই থেকে ৪৮ ঘণ্টার জন্য শুরু হচ্ছে আম্যাজন প্রাইম ডে। আর এবারের প্রাইম ডে-তে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। তবে কেনাকাটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে বেশ কয়েকটি বিষয়।রাখলেই প্রাইম ডে-র সুযোগ ভালো ভাবে কাজে লাগাতে পারবেন।
যে কোনো ইলেট্রনিক প্রোডাক্ট কেনার জন্য বেশিক্ষণ অপেক্ষা কড়া যাবেনা । কয়েক ঘণ্টার মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটি আউট অফ স্টক হয়ে যেতে পারে বা দাম বেড়ে যেতে পারে । কারণ এই প্রোডাক্টগুলি কম সংখ্যায় রাখা হয়।
অ্যামাজন প্রাইম ডে তে কেনাকাটায় কয়েকটি প্রোডাক্টের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কে কার্ডে ও ইএমআই-এ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
তবে এই ছাড় সীমিত তা মনে রাখতে হবে।
না থাকলে সেটিংসে গিয়ে অন করে নিতে হবে। যে প্রোডাক্টগুলির ক্ষেত্রে আপনার আগ্রহ আছে সেগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য পারসোনালাইজড নোটিফিকেশন বেছে নিন।
অ্যামাজন পে অ্যাকউন্টে টাকা অ্যাড করে রাখতে হবে। অ্যামাজন পে-তে ইউপিআই করলে বিশেষ ছাড় পাওয়া যেতে পারে ।
অ্যাপ থেকে প্রোডাক্ট না কিনলে তথ্য পাওয়ার জন্য অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে পারেন। এটা আপনাকে দামের সঙ্গে তুলনা করে নতুন আইটেম খুঁজতে সাহায্য করবে।
ব্যুরো রিপোর্ট