Market
বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। এবার এই প্রতিষ্ঠান বাতিল করলো বিশ্বজুড়ে বিপুল পরিমান অর্ডার। বাংলাদেশের তৈরি পোশাক খাতের আয়ের অনেকটা অংশ জুড়ে রয়েছে ওয়ালমার্ট। আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠানটির অর্ডার বাতিলের কারণে প্রশ্নের মুখে বাংলাদেশের পোশাক খাত।
প্রথমে করোনা মহামারি, তার ওপর আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্যাপারটা কিছুটা মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি করেছে বিশ্ববাজারে। এই বৈশ্বিক অস্থিরতার মধ্যে ইউরোপ-আমেরিকার ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। ফলে বিলিয়ন ডলারের অর্ডার বাতিল করে দিয়েছে বাংলাদেশের পোশাক খাতের অন্যতম প্রধান ক্রেতা ওয়ালমার্ট। এই পরিস্থিতি স্বাভাবিক হতে ৬ মাস অবধি সময় লাগতে পারে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান।
এদিকে, ওয়ালমার্টের এমন পদক্ষেপের ফলে খারাপ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের পোশাকখাতে। বিজিএমইএ নেতারা বলছেন, বিভিন্ন কারখানার মালিক ওয়ালমার্টের অর্ডার বাতিলের তথ্য জানাচ্ছেন বিজিএমইএকে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই পরিস্থিতি স্বাভাবিক হতে ৬ মাস সময় লাগাবে অনুমান করলেও বাস্তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন বাংলাদেশর পোশাক খাত।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ