Daily
পুরাণ মতে, গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে দেবশিল্পীও বলা হয়, কারণ মনে করা হয় সকল দেবদেবীর প্রাসাদ তথা অলঙ্কার নির্মাতা হলেন এই বিশ্বকর্মা। মূলত নিরাপদ কাজের পরিস্থিতি, উন্নত ভবিষ্যৎ, এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মার আরাধনা করে থাকেন। হিন্দু ধর্মে সব দেব-দেবীর পুজোর দিনক্ষণ প্রতিবছর আলাদা সময়ে হলেও বিশ্বকর্মা পুজোর ডেট কিন্তু এক আধ বছর ব্যাতিক্রম বাদে প্রতিবছরই ফিক্সড। ১৭ সেপ্টেম্বর।
বাঙ্গালির কাছে বিশ্বকর্মা পুজো মানে যে কেবল বিশ্বকর্মারই আরাধনা করা এমনটা কিন্তু একদমই নয়। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন শ্রমিক থেকে মালিক সকলে।
বিশ্বকর্মা পুজো তো বছর বছরই হচ্ছে। কিন্তু রক্তমাংসের শরীরের বিশ্বকর্মার হাল কি ফিরবে এবার। কবে দূর হবে তাদের হতাশা? দেবশিল্পীর আগমনে বিজনেস প্রাইম নিউজের পক্ষ থেকে এই প্রার্থনাই রইল যে, দিনের পর দিন মূল্যবৃদ্ধি থেকে শুরু করে হাজার হাজার ছেলে মেয়ের বেকারত্ব। সব কিছু যেন নিবারণ হয় এবার তার আগমনে। ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পকর্মী সকলের মুখের যেন হাসি চওড়া হয় এবার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ