Trending

কৈলাশ ও মানস সরোবর যাত্রার নতুন পথ খুলতে চলেছে খুব শীঘ্রই। এখনও সেখানে যাওয়া যায়। কিন্তু অনেকটা পথ যেতে হয় হেলিকপ্টারে অথবা পাহাড়ী পথে ট্রেক করতে হয়। সেই দুর্দশার দিন হয়তো ঘুচতে চলেছে।
কেন্দ্রীয় সরকার কৈলাশ ও মানস সরোবরকে পর্যটনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছিল। বর্তমানে দু’ভাবে যাওয়া যায় সেখানে। উত্তরাখণ্ড দিয়ে অথবা সিকিমের নাথুলা পাস দিয়ে। কৈলাশ যাওয়ার পথে সেনাবাহিনীর রাস্তা রয়েছে। কিন্তু সেই রাস্তা সাধারণের জন্য নয়। সেনাবাহিনীর সেই রাস্তাই এ বার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার কথা চলছে। যদিও সেই রাস্তার বর্তমান হাল অত্যন্ত খারাপ।
বর্তমানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কৈলাশ ও মানস সরোবরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সঙ্গে সঙ্গে সেই পথ বন্ধ করে দেওয়া হয়। উড়তে দেওয়া হয় না হেলিকপ্টারকেও। কিন্তু রাস্তা খুলে গেলে সেই সমস্যা অনেকটা মিটে যাবে। গাড়ি করে সোজা কৈলাশের কাছাকাছি হাজির হওয়া যাবে।
দেশের প্রতিরক্ষামন্ত্রক ও পর্যটন দপ্তরের মধ্যে আলোচনা চলছে। সেনাবাহিনীর রাস্তা খুলে দেওয়ার কথাই সেখানে বলা হয়েছে।
ব্যুরো রিপোর্ট