Daily

রাজ্যে করোনার পায়ে বেড়ি পড়ানো গেছে ঠিকই। গত রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণ হয়েছে ৯২৪ জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, তারপরই পূর্ব মেদিনীপুর। আর তাই দিঘা যাত্রাতেও কড়াকড়ি করল জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সোমবার একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার দিঘা যেতেও লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। একই সঙ্গে হোটেলের ভিতরে কড়াভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, পর্যটকরা যেমন করোনা বিধি মেনে চলতে বাধ্য থাকবেন তেমনই হোটেল কর্তপক্ষকেও নজর রাখতে হবে তাঁর হোটেলে আসা পর্যটকরা কোভিড বিধি মানছেন কিনা। যদি সেক্ষেত্রে কোন গাফিলতি দেখা যায় তার দায় সম্পূর্ণ বর্তাবে হোটেল কর্তৃপক্ষের ওপরেই। নির্দেশিকায় বলা হয়েছে আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও হোটেলের বিভিন্ন জায়গায় কোভিড সচেতনতামূলক পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধু দিঘা নয় শঙ্করপুর, মন্দারমণিতেও প্রশাসনের তরফ থেকে একই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট