Daily

নামমাত্র খরচে চাঁদের অজানা পৃষ্ঠে ইসরোর চন্দ্রাভিযান নিঃসন্দেহে মাইলফলক হয়ে রয়েছে। অভিযানটি একেবারে তিরে এসে তরী ডোবার মতনই ব্যর্থ হয়। যদিও আপামর বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন। কারণ চাঁদের ঐ অজানা পৃষ্ঠে অভিযান চালানোর মত দুঃসাহস দেখিয়েছিল ভারতই। এবার সেই অভিযান সম্পূর্ণ করতে চাঁদের মাটিতে রোবট পাঠাতে চলেছে নাসা।
২০২৩ সালে নাসা চালাবে এই চন্দ্রাভিযান। রোবটটি চন্দ্রপৃষ্ঠে নেমে খোঁজ করবে জল, বরফ এবং অন্যান্য খনিজের। রোবটটির নাম রাখা হয়েছে ‘ভাইপার’ বা ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার।
নাসা সূত্রে খবর, ২০২৩ এর শেষের দিকে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে ভাইপার। ঠিক সেইখানে যেখানে গোটা জায়গা জুড়ে রয়েছে শুধুই অন্ধকার। তার জন্য জোড়ালো হেডলাইটের ব্যবস্থাও করা হচ্ছে। তাছাড়া অন্ধকার দিকটায় রয়েছে প্রবল ঠান্ডা। জানা গিয়েছে, সেই ঠান্ডা সহ্য করার মত প্রযুক্তির ব্যবহারও করবে নাসা।
ব্যুরো রিপোর্ট