Daily

গরু পাচার কান্ডে অভিযুক্ত বিনয় মিশ্রকে গরু খোঁজা খুঁজছে সিবিআই। আর সেই সূত্র ধরেই তাদের কাছে খবর ছিল দেশ ছেড়ে দুবাইতে গা ঢাকা দিয়ে রয়েছে এই অভিযুক্ত। কিন্তু এবার সিবিআইয়ের হাতে এসেছে এমন কিছু তথ্য যা রীতিমত চমকে দেবার মত। জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরের বুকে এক ছোট্ট দ্বীপে আত্মগোপন করে রয়েছেন তিনি।
সূত্রের খবর, কলকাতা থেকে পালানোর পর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে গত ২২ ডিসেম্বর নিজের পাসপোর্ট জমা দিয়েছিলেন বিনয়। সেখান থেকেই সটান চলে যান প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ ভানুয়াতু-তে। সেই দ্বীপের নাগরিকত্বও নিয়েছেন তিনি। এদিকে ইন্টারপোলের মাধ্যমে এই খবর চাউর হতেই তীব্র অস্বস্তির মধ্যে বাংলার শাসক শিবির। এদিকে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতেও শুরু করেছে বিরোধী পক্ষরা। বিনয়কে ধরবার জন্য সিবিআই যোগাযোগ করেছে বিদেশ মন্ত্রকের সঙ্গে। রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।এখন বিনয় মিশ্রকে বিদেশ থেকে দেশে ফেরাতে সিবিআই কী কী পদক্ষেপ নিতে পারে সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট