Daily
করোনা আবহের মাঝে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অন্যতম প্রাচীন চার গ্রামের বাসন্তী পূজার উৎসবে সামিল হলেন এলাকার বাসিন্দারা। কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা পঞ্চায়েতের কুঁজিয়া গ্রামের চন্ডী মন্দিরে মা বাসন্তী রুপে পূজিত হয় সিংহ বাহিনী মা দশভুজা। কালিয়াগঞ্জের প্রাচীন এই বাসন্তী পূজার সঙ্গে নাম জড়িয়ে আছে দিনাজপুর জমিদার পরিবারের। ৪০০ বছরের বেশী পুরাতন এই বাসন্তী পূজো ঘিরে প্রতিবছর বিরাট মেলা বসে কুঁজিয়া গ্রামে। লকডাউন থাকায় ২০২০ সালে এই পূজোয় সাধারণ মানুষের অংশগ্রহনের অনুমতি ছিলনা। এবারে অবশ্য মা বাসন্তীর পূজোয় সাধারণ মানুষের অংশগ্রহনে কোন বিধিনিষেধ নেই। কালিয়াগঞ্জ শহর থেকে দক্ষিণ-পূর্ব প্রান্তে ৬ কিমি দূরে অবস্হিত কুঁজিয়া গ্রামে বাসন্তী রুপে মা চন্ডীর এই মন্দির।
আটঘড়া, কুঁজিয়া, মহাগ্রাম ও মুজিয়া, এই গ্রামগুলোর নামেই মা বাসন্তী পূজোর নামকরণ হয়েছে চার গ্রামের পূজো। হিন্দু শাস্ত্র মতে প্রাচীন এই বাসন্তী পূজো শুরু হয় মহা ষষ্ঠীতে বোঁধনের সুরে। দশমীতে বিসর্জন মেলার মাধ্যমে সমাপ্ত হয় চার গ্রামের বাসন্তী পূজো। কালিয়াগঞ্জের এই প্রাচীন বাসন্তী পূজোর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যার অন্যতম অষ্টমীতে মায়ের চরণে কলার ছড়া নিবেদন। এই পূজো কমিটির অন্যতম কর্মকর্তা বিজয়চন্দ্র সরকার জানান মনস্কামনা পূরণে সকল মহিলারা কলার ছড়া ও গোটা ফল দিয়ে মায়ের চরণে অষ্টমী অঞ্জলী নিবেদন করেন। ভক্তদের বিশ্বাস কালিয়াগঞ্জের চার গ্রামের এই মা বাসন্তীর চরণে কলার ছড়া নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয়। কালিয়াগঞ্জের প্রাচীন এই বাসন্তী রুপে মা চণ্ডীর পূজোয় অংশ নিতে গৌড়বঙ্গের পাশাপাশি বিহার থেকে আসেন বহু ভক্ত। এই পূজো ঘিরে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চার গ্রামের সকল বাড়িতে বন্ধ থাকে আমিষ রান্না।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর