Daily

বার বার অভিযোগ করা হলেও হয়নি সমাধান। গত ১০ বছরের সমস্যা পিছু ছাড়েনি আজও।তাই বাধ্য হয়েই ইলেক্ট্রিক অফিসে বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার কোতুলপুর এলাকার বাসিন্দারা।
বিদ্যুতের সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের সঙ্গী।কোতুলপুর এলাকার জোলিঠা,দাসপাড়া ও বোস্টমপাড়া গ্রামের বাসিন্দারা দাবি করেন, গত ১০ বছর ধরে দিনে ৩-৪ ঘণ্টা কারেন্ট থাকছে না তাদের।পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ হয় ওই তিনটি গ্রামে। দীর্ঘদিনের এই সমস্যার সুরাহা না হাওয়ায় ইলেক্ট্রিক অফিসে বিক্ষোভে ফেটে পরেন তারা। দ্রুত সমাধানের আবেদনও করেন গ্রামবাসীরা।
তবে, দরখাস্ত জমা করতে গিয়ে অফিস টাইমেও দেখা মেলেনি কোন স্টাফেরই। দেখা দিলেন না এস এস ও।অভিযোগ ওঠে, নির্ধারিত সময়ের বেশ পরেই অফিসে হাজির হন তিনি।পরে এস এস এর কাছেই অভিযোগ পত্র জমা দেন তারা। তিনি দাবি পুরনের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
আব্দুল হাই, বাঁকুড়া