Trending

মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো। মহাকাশ অভিযান ‘মিশন গগনযান’-এর মুকুটে যুক্ত হল আরও একটা পালক। জানা গিয়েছে, এই অভিযানের সবচেয়ে প্রয়োজনীয় অংশ ইঞ্জিন ‘বিকাশ’ প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। টুইটে এই সাফল্যের বার্তা তুলে ধরা হয় ইসরোর পক্ষ থেকে। অভিবাদন জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের এবং স্পেস এক্সের কর্ণধার এলন মাস্ক।
তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে শেষতম পরীক্ষায় টানা ২৪০ সেকেন্ড অর্থাৎ ৪ মিনিট এই ইঞ্জিনটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। উল্লেখ্য, এই ইঞ্জিনের সাহায্য নিয়েই মহাকাশে উড়বে গগনযান।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করেই চন্দ্রযান-২ উড়ে গিয়েছিল। কিন্তু চাঁদের অজানা অংশে অবতরণের আগেই ভেঙে পড়ে চন্দ্রযানটি। তারপর আবার নতুন উদ্যমে কাজ শুরু করে ইসরো।
লিকুইড প্রপেলেন্টে সমৃদ্ধ ইঞ্জিন ‘বিকাশ’-এর পারফরম্যান্সে যথেষ্ট খুশি বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণার এই সাফল্য দেখে ইসরোকে অভিবাদন জানিয়েছেন এলন মাস্ক। মিশন গগনযানের সাফল্য কামনা করেছেন তিনি।
ব্যুরো রিপোর্ট