Trending

জনপ্রিয় ভিডিও কল অ্যাপ জুমকে টক্কর দিতে এবার এসে গেল ভিডিওমিট অ্যাপ। জয়পুরের এক আইটি সংস্থার তৈরি এই অ্যাপটিতে রয়েছে নানা সুবিধা। মিটিং হোস্ট মনে করলে ইচ্ছেমত অনেক কিছুই করতে পারবেন ভিডিওমিট অ্যাপ ব্যবহার করলে। জানা গিয়েছে, জুম অ্যাপের থেকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হতে চলেছে এই ভিডিওমিট অ্যাপ।
সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনে থাকছে ব্রেকআউট রুম ফিচার। যা পাওয়া যাবে দুটি মোডে অর্থাৎ একটি ম্যানুয়াল এবং অপরটি অথোরাইজড। এই অ্যাপে থাকছে না মিটিং হোস্টের জন্য কোনরকম সীমাবদ্ধতা। অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে বিনামূল্যে ব্যবহার করা যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কর্পোরেট মিটিং থেকে কোচিং, স্কুল থেকে টিউশন- সর্বত্র এই অ্যাপ ব্যবহার করা যাবে কোনরকম ঝক্কি ছাড়াই।
উল্লেখ্য, আইটি সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বেশ কিছু বিদেশী অ্যাপ বন্ধ করে তার পরিবর্তে দেশীয় সংস্থাকে অ্যাপ তৈরিতে উৎসাহ দেয়। ভিডিওমিট তারই প্রতিফলন।
ব্যুরো রিপোর্ট