Prime
Daily
5G ট্রায়ালে রেকর্ড করলো ভিআই
By BPN Desk | September 22, 2021
Daily
5G ট্রায়ালে রেকর্ড করলো ভিআই। জিও এয়ারটেলের কপালে চিন্তার ভাঁজকে আরও স্পষ্ট করে এগিয়ে এলো ভিআই। রবিবার পুনেতে 5G ট্রায়ালে ৩.৭ জিবিপিএস স্পিড তুলে রেকর্ড করলো ঋণে জর্জরিত এই সংস্থা।
এর আগে জুন মাসে 5G ট্রায়ালের সময় ১ জিবিপিএস স্পিড তুলে রেকর্ড করেছিল দেশের এগিয়ে থাকা টেলিকম সংস্থা জিও। তবে সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছিল ভারতী এয়ারটেল। খিব বেশিদিন ব্যবধানে নয়। এখন জিও বা এয়ারটেলের সমস্ত রেকর্ড ভেঙে এগিয়ে ভিআই।
গান্ধীনগর এবং পুনেতে মিড-ব্যান্ড স্পেকট্রামে ১.৫ জিবিপিএস ডাউনলোডের গতি রেকর্ড করেছে বলে দাবী করে, যা ভারতের যেকোনো অপারেটরের থেকে বেশি গতি। প্রসঙ্গত, পুনে শহরে, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের এন্ড-টু-এন্ড ক্যাপটিভ নেটওয়ার্কের ল্যাব সেট-আপে 5G নেটওয়ার্ক ট্রায়াল স্থাপন করেছে ভিআই।
ব্যুরো রিপোর্ট