Market
কঠিন হয়ে উঠছে ভিআইয়ের ঘুরে দাঁড়ানো। জিও’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেও ভিআইকে হারাতে হচ্ছে তার সাজানো বাগান। একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে গ্রাহকদের সামনে নিজেদের তুলে ধরার চেষ্টা করলেও জিও’র কাছে বারবারই মাথানত করতে হচ্ছে এই টেলিকম সংস্থাকে। এমনটাই জানাল ট্রাই।
বলা হচ্ছে, জিও’র গ্রহণযোগ্যতা যখন একদিকে বেড়েই চলেছে তখন নজিরবিহীনভাবে ভিআইয়ের জনপ্রিয়তা কমছে গোটা দেশ জুড়েই। যার ফলে ভিআইয়ের ব্যবসা বড়সড় ক্ষতির মুখে পড়েছে। অবশ্য এর আগেই ভিআইয়ের অস্তিত্ব বিপন্ন হচ্ছে দেখে সংস্থার হাত ছেড়ে দিতে বাধ্য হয় বিড়লা। প্রশ্নচিহ্নের মুখে এসে পড়ে ভিআইয়ের ভবিষ্যৎ। একই অবস্থা হয় বিএসএনএলের ক্ষেত্রেও। এই সংস্থাকেও হারাতে হয় এক বড় অঙ্কের গ্রাহক।
অন্যদিকে জিও এগিয়ে চলেছে সবদিক থেকেই। বর্তমান পরিস্থিতিতে জিও’র গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৬৬ কোটিতে। তবে দেশের টেলিকম বাজারে জিওর আধিপত্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে অম্বানীর মাস্টার প্ল্যান। কম খরচে দুর্দান্ত পরিষেবা দেওয়া প্রথম চালু করে জিও। যা দেশের কোটি কোটি গ্রাহকদের মধ্যে জিও নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করে। যে কারণে ক্রমশ কমতে শুরু করে ভিআইয়ের জনপ্রিয়তা।
ব্যুরো রিপোর্ট