Daily

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। বৃহস্পতিবার ভোরবেলা কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭৪ সালের ব্যাচের এই আইপিএস চাকরি থেকে অবসর নেওয়ার পর তৃণমূলের সঙ্গেই সম্পূর্ণভাবে নিজেকে জড়িয়ে ফেলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়েও তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে। ২০১১ সালে তৃণমূল বাংলার মসনদে বসার পর হুগলির তারকেশ্বর থেকে তিনি বিধায়ক হন। ২০১৬ সালেও জিতেছিলেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত রচপাল সিং ছিলেন রাজ্যের পর্যটন এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী। সামলেছেন পরিবহন দপ্তরও।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু যে বঙ্গ রাজনীতিতে শূন্যতা তৈরি করল, সে কথাও জানাতে ভুললেন না তিনি।
ব্যুরো রিপোর্ট