Market
সব্জি বাজারে ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই আনাজের দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে পিঁয়াজেরও। আর যে কারণে বাজার করতে এসে রীতিমত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বেগুনের দাম যেমন কেজি প্রতি ২০ টাকা বেড়েছে, তেমনই পটলেরও একলাফে ১০-২০ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে। একই অবস্থা লঙ্কা, ঢেঁড়স থেকে বিভিন্ন আনাজের। কিন্তু কেন এমন মূল্যবৃদ্ধি?
ব্যবসায়ীরা অবশ্য এই জন্য সরাসরি দায়ি করছেন বর্ষাকেই। কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির সাক্ষী থেকেছে রাজ্য। অতিভারি বৃষ্টির কারণে জলের তলায় ডুবে গিয়েছে চাষাবাদের জমি। যে কারণে বহু আনাজ নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে আবার রয়েছে পেট্রোল-ডিজেলের চড়া দাম। এই দুয়ের সাঁড়াশি আক্রমণের কারণে বিভিন্ন সব্জির দাম যেমন থেকেছে অনেকটা বেশি। ফলে সব্জি বাজারে মধ্যবিত্তের অবস্থা এখন শ্যাম রাখি না কূল রাখি।
খুচরো বাজারের ব্যবসায়ীরা বলছেন, আগে যেমন ক্রেতাদের মধ্যে বাড়তি আনাজ মজুত করে রাখার অভ্যাস ছিল, বর্তমানে আনাজের দাম বাড়ার কারণে সেই অভ্যাসে লেগেছে টান। শশা, পিঁয়াজ, উচ্ছে, লাউ প্রত্যেকটি আনাজের এমন গ্যালোপিং মূল্যবৃদ্ধির হাত থেকে কবে নিষ্কৃতি পাবেন মধ্যবিত্তরা? জানা গিয়েছে, মূল্যবৃদ্ধির হাত থেকে এখনই ছাড় পাবেন না ক্রেতারা। কারণ চাষিভাইরা বৃষ্টি এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য যে ক্ষতির মুখোমুখি হয়েছেন তাকে সামলাতে গেলে হয়ত আরও কিছুটা দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট