Prime
Daily
আবার অশান্ত ভাটপাড়া
By Business Prime News | June 7, 2021
Daily
অশান্তির কেন্দ্রস্থল হয়ে উঠছে ভাটপাড়া। প্রতিদিনই ভাটপাড়া এবং সংলগ্ন অঞ্চলে হিংসার আবহাওয়া ছড়াচ্ছে। এবার সেই হিংসার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন ভাটপাড়ার এলাকাবাসী।
ভোট পরবর্তী হিংসার কারণে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভ চলল টায়ার জ্বালিয়ে। পরিস্থিতির দিকে নজর রেখে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। কিন্তু পরিস্থিতি ঠান্ডা না হয়ে বরং ফের উত্তপ্ত হয়ে ওঠে। আবারও শুরু হয় বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা