Prime
Daily
বাংলাদেশে ৬৯% বাড়লো ভ্যাট নিবন্ধন
By sanchitabpn21 | August 28, 2021
Daily
বাংলাদেশে ৬৯% বাড়লো ভ্যাট নিবন্ধন। করোনা অতিমারির মধ্যেও গত আর্থিক বর্ষের তুলনায় চলতি বছরে ভ্যাট নিবন্ধনের পরিমান বেড়েছে লক্ষণীয় ভাবে।
বিদায়ী অর্থবর্ষে অর্থাৎ ২০২০-২১ বছরে নতুন নিবন্ধনের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮২ হাজার ২০০ টিতে। যে সংখ্যাটা কিনা গত বছর ছিল ১ লক্ষ ৬৭ হাজার ১৬৯ তে। সারাদেশের মোট ১১টি ভ্যাট কমিশনারেটের মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে।
গত অর্থবর্ষের আগের অর্থবর্ষে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪ হাজার ৫০টি। যা গত আর্থিক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৪২টিতে। এক বছরে ঢাকা দক্ষিণের কমিশনারেটে ভ্যাট নিবন্ধন বেড়ে দাঁড়িয়েছে ১১২%।
ব্যুরো রিপোর্ট