Daily

বাড়ছে বিশ্বউষ্ণায়ন, বাড়ছে সমুদ্রের জলরাশি। নিমেষের মধ্যে গ্রাস করতে পারে লাক্ষাদ্বীপের একাধিক অঞ্চল। গবেষণায় এমনটাই দাবি বিজ্ঞানীদের।
আইআইটি খড়্গপুরের এক দল গবেষক এবং কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা করা হয়, যেখানে বলা হয়েছে, বিশ্বউষ্ণায়নের কারণে লক্ষদ্বীপের চারপাশের সমুদ্রের জলস্তর প্রতিবছর ০.৪-০.৯ মিলিমিটার করে বাড়বে। যার ফলে তলিয়ে যেতে পারে লক্ষদ্বীপের জনবসতি এলাকা। প্লাবিত হতে পারে বিমানবন্দর। মিনিকয়ের মতো বড় দ্বীপ হারাতে পারে প্রায় ৬০% স্থলভাগ।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্থি হবে সমুদ্র তীরবর্তী জনবসতি এলাকাগুলো। ছোট ছোট দ্বীপগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে মনে করছেন গবেষকরা। এখন সমুদ্রের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে সমুদ্র টির বরাবর অঞ্চল গুলিকে কিভাবে রক্ষা করা যায়, সেদিকেই নজর রাখছেন গবেষকরা।
ব্যুরো রিপোর্ট