Daily

বিভিন্ন ভোগ্যপণ্য প্রস্তুতকারি সংস্থাগুলি আবারও অফিসমুখো করাচ্ছে তাদের কর্মীদের। তবে সকল কর্মীদের একবারে নয়। বরং ছোট ছোট ব্যাচ তৈরি করে সেই অনুযায়ী আবারও অফিসমুখো করাচ্ছে সংস্থা। তাদের মধ্যে অন্যতম পার্লে, এলজি, হুন্ডাই মোটর্স, কিয়া ইন্ডিয়া, টাটা কনজিউমার প্রোডাক্টস, ফিউচার গ্রুপ, প্যানাসনিক সহ আরও বেশ কিছু সংস্থাও রয়েছে। মনে করা হচ্ছে, যেহেতু এখন গোটা দেশেই করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী, তাই আবারও ওয়ার্ক ফ্রম অফিস কালচার শুরু করে দিচ্ছে সংস্থাগুলি। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ম আপ ডেজ’।
সংস্থাগুলির মতে, যেহেতু অধিকাংশ কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রথম টিকা দেওয়া হয়ে গেছে তাই আশা করা যায় অক্টোবর-নভেম্বরের মধ্যে এই প্রত্যেকটি অফিস আবার খুলে যাবে। কারণ এই কয়েকমাসের মধ্যে কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়ে যাবে। ফলে রাজ্য সরকারও তখন অফিস সম্পূর্ণভাবে খুলে দিতে কোনরকম অসম্মতি জানাবে না। কিন্তু এটাও ঠিক যে করোনার তৃতীয় ঢেউ সেই সময়েই আসবে বলে মনে করছেন চিকিৎসকমহল। তবুও, টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হবার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
ব্যুরো রিপোর্ট