Daily
হাওড়া থেকে শুরু হল বন্দে ভারত একপ্রেসের যাত্রা। আজ শুক্রবার সকাল ১১.৪০ নাগাদ সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন উদ্বোধনের জন্য কোলকাতা আসার কথা থাকলেও মা হীরাবেনের মৃত্যুর কারণে আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি উপস্থিত থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন সারেন প্রধানমন্ত্রী।
হাওড়া স্টেশনের ২৩ নং প্ল্যাটফর্মে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনের 22 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব। ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার প্রথমবারের জন্য ট্রেনটি চলতে শুরু করলেও সর্বসাধারণের জন্য এই ট্রেন চালু হচ্ছে ১ জানুয়ারি থেকেই। তবে, উদ্বোধনের পরই বুকিং শুরু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। বন্দে ভারতের উদ্বোধনের পর পরি ট্রেনের ভাড়ার ব্যাপারে জানতে উৎসুক হয়ে পড়েন অনেকে। তাহলে ঠিক কত টাকা ভাড়া লাগছে এই ট্রেনে? ট্রেনে দু ধরণের টিকিট রয়েছে। প্রথমটি রয়েছে এক্সিকিউটিভ ক্লাস আর অন্যটি চেয়ার কার। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩২৫০ টাকা এবং চেয়ার কারের ভাড়া ১৮৬৯ টাকা।
ট্রায়াল রানেই কামাল করে দেখিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ৮ ঘণ্টার অনেক কম সময়েই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছেছে এই ট্রেন। আর এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। প্রসঙ্গত, এদিন জোকা-তারাতলা মেট্রো সহ আরও চারটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ