Daily
বন্দে ভারত নিয়ে অনেকে মুখ ঘুরিয়ে থাকলেও, রেল মন্ত্রকের কাছে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত যথেষ্ট আশা ভরসার জায়গা। তাই বন্দে ভারত নিয়ে একের পর এক পরিকল্পনা নিচ্ছে দেশের রেল মন্ত্রক। এবার আরও এক ধাপ এগিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে এবং পরিষেবার উন্নতি আরও এক ধাপ বাড়ানোর জন্য উদ্যোগী হল রেল দফতর। হাত মেলাল টাটা স্টিলের সঙ্গে।
জানা গিয়েছে, ২০২৪ সালের মধ্যে ২০০টি বন্দে ভারত নামানোর পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের। উদ্দ্যেশ্য স্লিপার ক্লাস চালু করতে চায় রেল। একইসঙ্গে বন্দে ভারতে বসার জায়গা সহ প্যানেলিং সিস্টেম বানানোর কাজে এবার আসরে নামছে টাটা স্টিল। ২২টি বন্দে ভারতের ফার্স্ট এসি থেকে থ্রি টায়ার কোচের সিট তৈরি হবে টাটা স্টিলের হাত ধরেই। জানা গিয়েছে, সিটগুলি তৈরি করা হবে বিশেষভাবে। ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে বন্দে ভারতের সিটগুলো। তার জন্য টাটার সঙ্গে চুক্তি হয়েছে ১৪৫ কোটি টাকার। টাটা স্টিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প বাস্তবায়িত হলে বন্দে ভারতে বসে পাওয়া যাবে বিমান পরিষেবার মত সুবিধা।
বন্দে ভারত নিয়ে রেল দফতরের রয়েছে ভবিষ্যতের অনেক প্ল্যান, প্রোগ্রামিং। তার মধ্যে অন্যতম হল বন্দে র্যাপিড মেট্রো। জানা যাচ্ছে, যে ট্র্যাকে মুম্বই-এর লোকাল ট্রেন চলে, সেই ট্র্যাকেই ছুটবে বন্দে ভারত। একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত হবে প্রত্যেকটি কামরা। বন্দে র্যাপিড মেট্রোগুলো হবে সাধারণত ৮টি কোচের। এছাড়াও এক শহর থেকে আরেক শহরে ছোটার জন্য বন্দে ভারতে থাকবে ১২টি কোচ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১০০ কিমি দূরত্বের মধ্যেও বন্দে ভারত ছোটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ