Daily

পোস্টার লাগিয়ে কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে ভ্যাকসিন আর নেই। বন্ধ হয়ে গেছে প্রথম ডোজ দেবার কাজও। ফলে ভ্যাকসিন না নিয়েই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। যা আবারও স্পষ্ট করল রাজ্যে ভ্যাকসিন আকালের দুর্দশার ছবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে।
অন্যান্য জেলার মত দক্ষিণ দিনাজপুরেও করোনার সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই ভ্যাকসিন নেবার জন্য জেলার অন্যান্য জায়গা থেকে মানুষজন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের বাইরে। এদিকে পোস্টারে লেখা আছে ভ্যাকসিন সংকটের কথা। ফলে প্রথম ডোজ তো দেওয়া যাবেই না, যেটুকু মজুদ আছে তাই দিয়ে শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়াই সম্ভব হবে। এর পরেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ যেহারে নিত্যদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা তাতে প্রতিষেধকের আকাল শুনে প্রথম ডোজ নিতে আসা মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যপক আতঙ্ক।
শিবশঙ্কর চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুর