Trending

সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্বস্তির সঙ্গে জানিয়েছিল, ভারত একদিনে ৮ মিলিয়ন ভ্যাকসিন গোটা দেশে ছড়িয়ে দিয়ে রেকর্ড গড়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে একেবারে অন্য কথা। মনে করা হচ্ছে, এই অভূতপূর্ব সাফল্য খুব বেশিদিন স্থায়ী হবে না কারণ ভারতের সামনে এখন সম্ভাব্য তৃতীয় ঢেউ। যে কারণে প্রশ্ন উঠছে সপ্তাহব্যাপী যে ৪.৬ মিলিয়ন টিকা প্রতিদিন দেওয়া হচ্ছে তা কতটা সামাল দিতে পারবে? তবে এটাও ঠিক যে গত মাসে যেখানে ৩ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হত তার চেয়ে টিকাকরণে অনেকটাই গতি বৃদ্ধি হয়েছে।
জানা গিয়েছে, এতকিছুর পরেও ভারতে জনসংখ্যার মাত্র ৪% মানুষের টিকাকরণ হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ভারত পশ্চিমের দেশ এবং প্রতিবেশি চিনের থেকে অনেকটাই পিছিয়ে। ইতিমধ্যে বিজ্ঞানীদের আতঙ্ক, হয়ত আর কয়েক মাসের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। তাহলে কি আবার ভারতকে অক্সিজেনের আকাল, শয্যা সংকটের মত দুঃস্বপ্ন দেখতে হবে? কিছু বিশেষজ্ঞ জানাচ্ছেন, প্রতিদিন যদি ১০ মিলিয়ন ডোজ টিকাকরণ নিশ্চিত করা যায় তবেই হয়ত আগামীর করোনা ঢেউ এতটা মারণ হয়ে উঠবে না। নরেন্দ্র মোদী সরকারের কাছে এটাই ক্রমশ মুখ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
ব্যুরো রিপোর্ট