Jobs

অতিমারির কোপ পড়েছে জনজীবনে। কাজ হারিয়েছেন অসংখ্য। বেকারত্ব চওড়া করেছে মানুষের দুশ্চিন্তা। আর ঠিক এমন একটা সময়েই খুশির খবর শোনাল রাজ্য সরকার। জানাল উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করা যাবে চাকরির।
এবার ব্রাত্য বসুর নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। কোন স্কুলে কত লাইব্রেরিয়ান পদ আছে তা যাচাই করেই নিয়োগ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, যারা লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করবেন তাদের লাইব্রেরিয়ান কোর্স থাকা বাধ্যতামূলক। মূলত দুটি ধাপে এই নিয়োগ করা হবে। এক- লিখিত এবং দুই-ইন্টারভিউ। বেতন শুরু হবে ২৫ হাজার থেকে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, শূন্যপদের সংখ্যা হয়ত ১ হাজারের বেশি। কিন্তু শেষবার স্কুলের লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় ২০১২ সালে। নিয়োগ করা হয় ২০১৩ সালে। তারপর বন্ধই ছিল লাইব্রেরিয়ান পদে নিয়োগ। এতদিন পর ফের নিয়োগ প্রস্তুতি শুরু হওয়ায় হাসি ফিরেছে বেকার যুবক যুবতীর মুখে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য ৪ হাজার শূন্য পদে আপাতত নিয়োগ করা হবে।
ব্যুরো রিপোর্ট