Jobs

মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুবর্ণ সুযোগ। অতিমারির হাতছানিতে সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বাভাবিক হচ্ছে পরিষেবা। ফলে নিয়োগ প্রক্রিয়াও ধীরে ধীরে বইছে মূল খাতে। এবার তাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল।
নিয়োগ প্রক্রিয়া হবে সাউথ ইস্টার্ন রেলওয়েতে। ভারতের যেকোনো প্রান্ত থেকে আবেদন কড়া যাবে এই চাকরিতে। মাত্র ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করলে আপনিও আবেদন করতে পারেন এই চাকরির জন্য। এর পাশাপাশি প্রাথিদের এনসিভিটি থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকাও জরুরি। আর আবেদনকারীর বয়স ২৪ বছরের মধ্যে হওয়া জরুরি।
আবেদন কড়া যাবে অনলাইনে। আগামী ১৪ই ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদন ফি মাত্র ১০০ টাকা। আবেদনের জন্য রইল লিঙ্ক https://www.rrcser.co.in .
ব্যুরো রিপোর্ট