Jobs

১৭৩ টি পদে ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ করবে এনএইচপিসি। সুযোগ হাতছাড়া করবেন না যেন। আজই আবেদন করুন। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন –এ বিভিন্ন পদে রয়েছে চাকরির সুযোগ।
সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেডিকেল অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদনের আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি সংক্রান্ত প্রতিবেদনটি ভালো করে পড়ে নেবেন। আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/72639/Instruction.html লিঙ্কে।
একটি নির্বাচনী পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে সংস্থা। নির্বাচনের পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে সংশ্লিষ্ট পদে যুক্ত হওয়ার জন্য। শিক্ষাগত যোগ্যতা ও বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই।
ব্যুরো রিপোর্ট