Daily

বলিউডের নতুন পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি দুজনে বেশ বিলাসবহুল বিয়ে সম্পন্ন করলেন। আর সেই বিয়ে নিয়েই এখনো বেশ সরগরম বলিউড।
বিয়ের মেনু থেকে শুরু করে বিয়ের ভিডিওসত্ত্ব অ্যামাজনকে দিয়ে দেওয়া সবটাই ছিল আলোচনার শীর্ষে। আর এখন আলোচনার শীর্ষে রয়েছে ভিকির থেকেও বেশি সম্পত্তি ও জনপ্রিয় হবার পরেও ক্যাটরিনা কেন বিয়ে করলেন ভিকিকে।
কেন জানেন? দু’জনের সাফল্য এবং জনপ্রিয়তার কারণে তাঁদের রোজগারের পরিমাণ চোখে পড়ার মতো। বর্তমানে ভিকি যে কোনও বিজ্ঞাপনের জন্য ২ কোটি টাকা নেন। অপরদিকে ক্যাটরিনা নেন ৫ কোটি টাকা। স্বভাবতই বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, একসঙ্গে কোনও বিজ্ঞাপন করলে তার পারিশ্রমিক ১০ কোটি বা তারও বেশি হতে পারে। অন্য দিকে, ছবিতে অভিনয়ের জন্য ভিকির পারিশ্রমিক ৭ কোটি টাকা তো ক্যাটরিনার পারিশ্রমিক ১০-১১ কোটি টাকা। তাই এবার বিয়ের পর জুটি হিসেবে ছবি করলে খুব স্বাভাবিক ভাবেই বাড়বে বাজার দর।
পারিশ্রমিকের পাশাপাশি সম্পত্তির দিক থেকেও পিছিয়ে নেই ‘ভিক্যাট’। মুম্বইয়ের লোখন্ডওয়ালায় প্রায় ১৭ কোটি টাকার একটি ফ্ল্যাটের মালিক ক্যাটরিনা। বান্দ্রাতেও রয়েছে ৮ কোটি টাকার একটি ফ্ল্যাট। পশ্চিম আন্ধেরিতে ভিকি তাঁর পরিবারের সঙ্গে থাকলেও বিয়ের পরে জুহুর রাজমহলে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তাঁরা।
তাই বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন,নতুন পাওয়ার কপল এর জুটি হিসেবে বাজার দর ছুঁতে পারে এক হাজার কোটি। বিগত কয়েক বছরে নায়িকা হিসেবে সফল ভাবে কাজ করেছেন ক্যাটরিনা। অন্য দিকে, ভিকিও কাজ করছেন একাধিক ভাল ছবিতে। তবে ছবি ছাড়াও একাধিক বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে মুখ দেখিয়ে মোটা টাকা রোজগার করবেন তাঁরা। তেমনই ইঙ্গিত বাণিজ্য বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট