Trending

আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক? তাহলে এবার থেকে অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।অনলাইন লেনদেনের ক্ষেত্রে এবার সতর্কবার্তা জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ, অনলাইন লেনদেনে উঁকি মারছে প্রতারকরা। তাই এবার গ্রাহক সুরক্ষায় ইয়োনো অ্যাপকে আরও আপডেট করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তাই এবার থেকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এসবিআই-এর গ্রাহকদের মানতেই হবে এই নিয়ম। নিয়ম না মানলে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
জানা গেছে , এবার থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন না করলে খোলা যাবে না স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপ।
এছাড়াও অনলাইন লেনদেন করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর। ট্যুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছে এসবিআই। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের লেনদেন সুরক্ষিত রাখতে ইয়োনো অ্যাপে এই নয়া সংযোজন করা হয়েছে। একে সিকিউরিটি আপডেটও বলা যেতে পারে।
আরও জানা গিয়েছে যে, সম্প্রতি এসবিআই ইয়োনো অ্যাপ নিয়ে গ্রাহক প্রতারণার খবর সামনে আসতেই এই নয়া সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। মূলত, ইয়োনো অ্যাপের নতুন ভার্সন আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এছাড়া, সম্প্রতি গ্রাহকদের সচেতন করতে আরও একটি ট্যুইটের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, এমন কোনো মেইল না খোলার বার্তা দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। পাশাপাশি ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রেও গ্রাহকদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ব্যুরো রিপোর্ট