Trending
গত এক বছরের মধ্যেই গ্রামে নজিরবিহীনভাবে বেড়ে গিয়েছে ইন্টারনেটের ব্যবহার। জানা গিয়েছে, গত বছরের থেকে এই বছরে সেই বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৪০০%। সরকারের তরফ থেকে গ্রামের প্রতিটি এলাকায় যেভাবে নেটের ব্যবহার ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই রিপোর্ট তারই প্রমাণ বলে মনে করছেন অনেকে।
ওয়াই ফাই হটস্পট এবং ফাইবার টু হোম কানেকশন পৌঁছে গিয়েছে গ্রামের বহু জায়গায়। সূত্রের খবর, এই এক বছরের মধ্যে ওয়াইফাইয়ের ১.৩ মিলিয়ন গ্রাহক নতুন করে তৈরি হয়েছে। এছাড়াও এই বছর ডিসেম্বরের মধ্যে হাই স্পিড ইন্টারনেটের কানেকশন পৌঁছে যাবে আরও ২ মিলিয়ন গ্রাহকের কাছে।
ভারতনেট অপটিক ফাইবারের মাধ্যমে ইন্টারনেট এই বছর ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে। আর এই গ্রাম পঞ্চায়েতে ডেটা খরচ হতে পারে প্রায় ১৩,০০০ টেরা বাইটস। ২০২০ সালে এই ব্যবহারের লক্ষ্যমাত্রা ছিল ৬০০০ টেরাবাইট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম লক্ষ্য গ্রামে গ্রামে ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে আগামী দিনে আরও বহু গ্রামে ছড়িয়ে পড়বে এই নেট পরিষেবা। যার দরুন গ্রামবাসীদের কাছে নেট হয়ে উঠবে শহরের মতনই সহজলভ্য।
ব্যুরো রিপোর্ট