Market

বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হল খাদি। একইসঙ্গে জানানো হল, এই ধরণের প্রোডাক্ট ক্রেতাদের মধ্যে চাহিদা তৈরি করলে আরও নতুন কর্মসংস্থান তৈরি হবে খাদিতে। শিশুদের জন্য সুতির তৈরি জামা এবং হাতে তৈরি চপ্পল যা কিনা ‘ইউজ অ্যান্ড থ্রো’। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের উপস্থিতিতে এই সকল নতুন প্রোডাক্টগুলো বাজারে নিয়ে এসেছে খাদি।
খাদির তরফ থেকে জানানো হয়েছে, যে ধরণের চপ্পল ভারতের বাজারে নিয়ে আসা হয়েছে তা জনপ্রিয়তা কুড়োতে খুব বেশি সময় নেবে না। চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, এই চপ্পল বানানো হয়েছে হাতে তৈরি কাগজ দিয়ে। আর এই কাগজ আবার কাঠ দিয়েও তৈরি নয়। অত্যন্ত হালকা এই চপ্পলগুলি বাড়ি থেকে হাসপাতাল এমনকি বাইরে যাওয়ার সময়েও ব্যবহার করা যেতে পারে। আর এই চপ্পল পরলে পায়ের কোন ক্ষতিও হবেনা।
শিশুদের জন্য যে জামা তৈরি করছে খাদি, সেই জামা পরতে পারবে সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশুরা। আর এই জামা শিশুদের ত্বকে কোনরকম সমস্যা তৈরি করবেনা।
উল্লেখ্য, শিশুদের জন্য জামার দাম ধার্য করা হয়েছে ৫৯৯ টাকা। আর চপ্পলের দাম মাত্র ৫০ টাকা। www.khadiindia.gov.in এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে খাদির এইসকল প্রোডাক্ট। আর শোরুম বলতে আপাতত দিল্লির শোরুম। খাদির এই প্রোডাক্টগুলি জনপ্রিয় হলে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন খাদির চেয়ারম্যান।
ব্যুরো রিপোর্ট