Market

আগামী বছরের মধ্যেই আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তালিকায় নাম রয়েছে আমেরিকা এবং চিনেরও। কিন্তু এরপরেও ভারতের জন্য রয়েছে সুখবর। ব্লুমবার্গের একটি আর্থিক সমীক্ষার রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, আর্থিক মন্দার কবল থেকে এবার রেহাই পেল ভারত। কিন্তু বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি বলে খ্যতি প্রাপ্ত আমেরিকার উপরও আর্থিকমন্দা নেমে আসতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বর্তমানে এই দেশ রেকর্ড মূল্যস্ফীতির মুখোমুখি। বিশেষজ্ঞদের মতানুসারে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করলে খুব শীঘ্রই আর্থিক সংকটের ধ্বস নেমে আসবে এই দেশে।
ব্লুমবার্গের মতে, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা ৮০ টাকার গণ্ডি ছুঁলেও, আগামী বছরে ভারতে গুরুতর কোনও আর্থিক মন্দার সম্ভাবনা প্রায় শূন্য। সমীক্ষায় দেখা গিয়েছে এশিয়ায় আর্থিক মন্দার সমস্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২০-২৫ শতাংশে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কারণে সেই সম্ভবনা আরও বেড়ে ৮৫ শতাংশ অবধি হতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে… রয়টার্সের একটি সমীক্ষা বলছে, আগামী বছরে আমেরিকায় আর্থিক মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ । চিন, তাইওয়ান ও অস্ট্রেলিয়াও বাঁচবে না এই মন্দার হাত থেকে। যে কারণে এই দেশগুলিতে আর্থিক মন্দার সম্ভাবনা ২০ শতাংশ।
করোনা অতিমারির কারণে, এমনিই ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি। তার ওপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্ব অর্থনীতির কফিনের শেষ পেরেক গাঁথার কাজ করেছে। এখন লক্ষ্যণীয় বিষয় আমেরিকা ও চিনের মত আর্থিক দিক থেকে মজবুত দেশগুলো মন্দার কবল থেকে নিজেদের বাঁচাতে পারে কিনা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ