Daily

ধর্মীয় স্বাধীনতা নেই ভারতে। তাই লাল তালিকায় রাখার সুপারিশ জানাল মার্কিন মানবাধিকার সংস্থা ইউএসসিআইআরএফ বা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। শুধু ভারত নয়। তাদের মনে হওয়া লাল তালিকাভুক্ত হতে পারে রাশিয়া, ভিয়েতনাম এবং বিধ্বস্ত সিরিয়া।
স্বাভাবিকভাবেই ভারতকে লাল তালিকায় রাখার জন্য সুপারিশের খবর প্রকাশ্যে আসতেই চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ভারতকে লাল তালিকায় রাখার কোন কারণই নেই। এমনকি বলা হয়েছে, ভারতের সংবিধান নিয়েও এই মানবাধিকার সংস্থাটির কোনরকম স্পষ্ট ধারণাও নেই।
উল্লেখ্য, আগেও একবার ভারতকে লাল তালিকায় রাখার জন্য আবেদন জানিয়েছিল এই মানবাধিকার সংস্থাটি। সেবার তাদের এই আবেদন গ্রাহ্য করা হয়নি। আগেও উজবেকিস্তানকে লাল তালিকায় রাখার কথা জানিয়েছিল ইউএসসিআইআরএফ। কিন্তু ভারতের চেয়েও উজবেকিস্তান আমেরিকার কাছে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি গ্রহণযোগ্য। চিন, পাকিস্তান, মায়ানমার, সৌদি আরব, উত্তর কোরিয়ার মত কয়েকটি দেশ এখন রয়েছে লাল তালিকায়।
ব্যুরো রিপোর্ট