Market

অতিমারির দ্বিতীয় ঢেউ কর্মসংস্থানে এনেছে ব্যপক সংকোচন। বেকারত্বের গ্রাফ শুধুই বেড়েছে। বহু পরিবারের ভবিষ্যত আজ মুখোমুখি অনিশ্চয়তার। গ্রাম থেকে শহর সর্বত্র কাজ হারিয়েছেন পুরুষ-মহিলা নির্বিশেষে অসংখ্য মানুষ। এবার কাজ হারানো নিয়েই চমকে দেওয়ার মত তথ্য সামনে আনল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। যে তথ্য থেকে পরিষ্কার হলো শহুরে মানুষের বেকারত্বের ছবিটা।
তথ্য থেকে জানা গিয়েছে, শহরের ক্ষেত্রে মহিলা অপেক্ষা পুরুষেরাই বেশি বেকারত্বের শিকার হয়েছেন। প্রথম ঢেউতে কিন্তু এই ছবিটাই ছিল একেবারে বিপরীত। বলা হয়েছে, প্রথম ঢেউতে যেখানে ২৬% শহুরে পুরুষরা কাজ হারিয়ে অথৈ জলে পড়েছিলেন, এই ঢেউতে সেই সংখ্যাটা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩০%-এ।
সিএমআইই-র তথ্য থেকে জানা গিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় চলতি বছরের এপ্রিল এবং মে মাসে চাকরি হারিয়েছে প্রায় ১৩.৩ মিলিয়ন। যে কারণে কর্মহীন হয়েছেন ৩৮৬.৪ মিলিয়ন মানুষ। মার্চে অবশ্য এই সংখ্যাটাই পৌঁছে গিয়েছিল ৩৯৯.৭ মিলিয়নে। উদ্বেগ ধরা পড়ল সিএমআইই-র বার্তায়। যেখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে শহুরে চাকরি অনেকটাই উন্নতমানের। সেদিক থেকে দেখতে গেলে এত শহুরে পুরুষদের চাকরি খোয়ানোর ছবিটা যথেষ্ট দুশ্চিন্তার। কারণ এর প্রভাব সরাসরি পড়বে অর্থনীতিতে।
ব্যুরো রিপোর্ট