Jobs

ইউপিএসসি(UPSC), নামের সাথেই দেশের প্রায় সিংহভাগ ছাত্র-ছাত্রীর বহু স্বপ্ন জড়িয়ে। এই ইউপিএসসি(UPSC)-তে উত্তীর্ণ হতে গেলে যে বেশ বেগ পেতে হয় সেটা সকলেরই জানা। কঠিন হলেও অসম্ভব নয়। আইএএস(IAS), আইপিএস(IPS )বা আইএফএস(IFS), দেশের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে প্রার্থী নিয়োগ করা হয় এই পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পাওয়া যায় দেশের সেবা, দশের সেবার সুযোগ। ইউপিএসসি(UPSC)-এর স্বপ্ন যাদের তাড়া করে, তাদের জন্য রয়েছে সুখবর। ইউপিএসসি(UPSC) তরফে ২০২১ এর ন্যাশনাল ডিফেন্স একাডেমি(NDA) ও নাভাল একাডেমি এক্সামিনেশন(NAE) (II) এ প্রার্থী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি(NDA) ও নাভাল একাডেমি এক্সামিনেশন(NAE) (II)এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মত ৪০০ প্রার্থী নিয়োগ করতে চলেছে তারা। আগামী ৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ক্লিক করুন নিচের লিংকে
https://upsconline.nic.in/mainmenu2.php
চাকরি ও পদ সম্পর্কিত অন্যান্য তথ্য বিশদে জানতে যেতে পারেন এখানে file:///C:/Users/USER/Downloads/NDAII2021-E.pdf।
শূন্যপদ:
ইউপিএসসি(UPSC) তরফে মত ৪০০ প্রার্থী নিয়োগ করা হবে যার মধ্যে ডিফেন্স একাডেমির মাধ্যমে আর্মি(ARMY)-তে ২০৮ জন, নেভি(NAVY)-তে ৪২ জন এবং এয়ার ফোর্স(AIR FORCE) -এ ১২০ জন প্রার্থী নিয়োগ করা হবে। অন্যদিকে নাভাল একাডেমি(NAVAL ACADEMY) এর মাধ্যমে ৩০ জন প্রার্থী নিয়োগ করা হবে।
বেতন:
কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেতনের বিষয় উল্লেখ করা হয় নি।
শিক্ষাগত যোগ্যতা:
আর্মি উইং অফ এনডিএ (Army Wing of NDA) এর জন্য প্রার্থীদের থাকতে হবে স্কুল শিক্ষার (১০ + ২) প্যাটার্ন পরীক্ষায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার ডিগ্রি। অন্যদিকে এয়ার ফোর্স এন্ড নাভাল উইংস অফ এনডিএ & এনএ (Air Force and Naval Wings of NDA & NA)-এর জন্য প্রার্থীদের পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয় নিয়ে স্কুল শিক্ষার (১০ + ২) প্যাটার্নের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া আবশ্যিক।
ব্যুরো রিপোর্ট