Jobs

চাকরিপ্রার্থীদের স্বপ্নের জায়গা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ট্যাগ দেওয়া একটা চাকরি। আর স্বপ্ন পূরণ করতে কাঠখড় পোড়াতে হয়ই। তাই ইউপিএসসি-র পরীক্ষা দিতে বেশ বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। তবে, অসম্ভব তো হয়। এবার আরও একবার আপনার স্বপ্নের চাকরির ঝুলি নিয়ে হাজির হলো ইউপিএসসি। কি? স্বপ্ন পূরণের এই সুবর্ণ সুযোগ একবার হাতের নাগালে পেলে হাতছাড়া করবেন নাকি?
৭৮ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। ইতিমধ্যেই জুনিয়র মাইনিং জিওলজিস্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা, শীঘ্রই আবেদন করতে পারেন এই পদের জন্য। কিভাবে আবেদন করবেন, ভাবছেন তো? প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনেই।
অ্যাসিস্ট্যান্ট এডিটর (১), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর(১৬),রিসার্চ অফিসার(১), কেমিস্ট(৫), জুনিয়র মাইনিং জিওলজিস্ট, লেকচারার (৪), অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (১), ইকোনমিক অফিসার-(৪), সায়েন্টিস্ট ‘বি’ (১) পদে আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা তাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় নিয়ে নিচের লিংকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন- https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-01-2022-engl-070122.pdf । মনে রাখবেন, প্রার্থীদের আবেদন ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। তবে সংরক্ষিত এবং মহিলা প্রার্থীদের জন্য, আবেদন ফি মুকুব করা হয়েছে।
ব্যুরো রিপোর্ট