Jobs

খানিক স্বস্তিতে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই প্রার্থীদের নামের পাশাপাশি প্রকাশ করা হবে প্রাপ্ত নাম্বার।
দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে আছে উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া। আইনি ঝামেলার সূত্রপাত প্রার্থীদের প্রাপ্ত নাম্বার তালিকা নিয়ে। অভিযোগকারীদের বক্তব্য ছিল, এমন অনেক প্রার্থী আছেন যাদের প্রাপ্ত নাম্বার ভালো হলেও তালিকায় ঠাঁই হয়নি। হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দেন, স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে নাম্বার। এমনকি যাদের আবেদন খারিজ করা হয়েছে, তাদের তালিকা, নাম্বার এমনকি খারিজের কারণও প্রকাশ করতে হবে। সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
ব্যুরো রিপোর্ট