Trending

রোজকার মাছ,মাংস,শাকসব্জির বাজার থেকে শুরু করে বড় বড় শপিং মলে এখন ইউপিআই এর রমরমা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ইউপিআই ব্যবহার করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। কিন্তু মুশকিল হল যখন তখন ইন্টারনেট বা সার্ভারের সমস্যা হলে এই লেনদেন হুট করে মাঝপথে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতেই এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক- ঘোষণা করল যে এখন থেকে ইন্টারনেট কানেকশন না থাকলেও ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।
এখন থেকে UPI LITE এর মাধ্যমে অফলাইনে পেমেন্ট করা যাবে। এই UPI LITE ব্যবহার করে এতদিন মাত্র ২০০ টাকা পাঠানো যেত। কিন্তু এবার এই পরিমান বেরে হল ৫০০ টাকা। যদিও এক দিনে মোট টাকা পাঠানোর পরিমান ২০০০টাকাই আছে। সেক্ষেত্রে একবারে যদি ৫০০ টাকা পাঠানো যায় তাহলে ২০০০ টাকা পাঠানোর ক্ষেত্রে মোট ৪ বার ট্রানজাকশন করতে হবে।
আসলে এই ইউপিআই হল ঝামেলাহীন লেনদেন ব্যবস্থা। এর জন্য কোন পিন নম্বর এর দরকার হবে না আবার ইন্টারনেট কানেকশনেরও প্রয়োজন পড়বে না। ডিজিটাল পেমেন্টকে আরও সহজ এবং সুবিধা জনক করতেই আরবিআই এর এই উদ্যোগ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ