Jobs

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় শুরু হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রক্রিয়া। যেহেতু অঙ্গনওয়াড়ি মিনিস্ট্রি অফ ওম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের অন্তর্গত তাই, মহিলারাই একমাত্র আবেদন জানাতে পারবেন।
মূলত তিনটি ক্ষেত্রে এই নিয়োগ চলছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এডব্লিউডব্লিউ, মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এডব্লিউএইচ এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এমএডব্লিউডব্লিউ। এই তিনটি পদে আবেদন জানাবেন শুধু মহিলারাই।
শিক্ষাগত যোগ্যতা:
প্রথম দুটি পদের জন্য মহিলাদের দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। ভারতের যেকোন বোর্ড থেকে এই দুটি শ্রেণির পরীক্ষায় পাশ করা আবশ্যিক। এবং হেল্পার পদের জন্য মহিলারা পঞ্চম শ্রেণি পাশ করলেই হবে।
খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন জানানোর জন্য ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর। জেনারেল, ওবিসি, এসসি বা এসটি কারুর জন্যই অ্যাপ্লিকেশন ফি দেবার প্রয়োজন নেই।
আরও বিস্তারিত জানার জন্য নজর রাখুন http://balvikasup.gov.in
ওয়েবসাইটে
আবেদন জানানোর শেষ তারিখ ২৩ জুন, ২০২১
ব্যুরো রিপোর্ট