Daily
বাংলার মহিলাদের স্বনির্ভর করতে একাধিক প্রগতিশীল পরিকল্পনা গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অনুপ্রেরণাতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু হল মহিলাদের স্বনির্ভর করার কর্মসূচী।
জাতীয় নগর জীবিকা মিশনের তরফে ১৫ দিন ব্যাপী স্কুল ড্রেস নির্মাণের প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা করেছে কালিয়াগঞ্জ পৌরসভা। পুর এলাকার প্রায় ৩০ টি স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য ১৩ হাজার স্কুল ড্রেস বানানর পরিকল্পনা নেওয়া হয়েছে। এমএসএমই থেকে পাওয়া যাবে পোশাক তৈরির কাপড়। এলাকার ৯৪ জন মহিলা পোশাক সেলাইয়ের দায়িত্বে থাকবেন। যথাযথ ট্রেনারের গাইডেন্সের মাধ্যমে স্কুলের পোশাক তৈরি করে তারা পৌঁছে দেবেন স্থানীয় স্কুলগুলিতে।
১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ হবে কালিয়াগঞ্জ পৌরসভাতেই। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার এই উদ্দেশ্য সত্যি প্রশংসনীয়।
অনুপ জয়সওয়াল
উত্তর দিনাজপুর