Market

দেশে কমেছে বেকারত্বের হার। এমনটাই জানান দিচ্ছে অর্থনৈতিেরক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সাম্প্রতিক তথ্য। সারা দেশে আগস্ট মাসে বেকারত্বের হার ছিল যেখানে ৮.১%, সেটাই গত মাসে কমে দাঁড়িয়েছে ৭.0৯% এ। গত বছরের সেপ্টেম্বরের পর বেকারত্বের হার এই প্রথম এতটা কমল। সিএমআইআই তাদের রিপোর্টে জানিয়েছে যে দেশের গ্রামগুলোতে বেকারত্ব ৭.১১ থেকে কমে ৬.২০% এবং শহরে বেকারত্বের হার ১0.০৯ থেকে কমে ৮.৯৪ এ এসে পৌঁছেছে।
বিগত ৫ বছরের মধ্যে এই বছর এখনও পর্যন্ত দেশে সবথেকে কম বৃষ্টি হয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হলেও তার প্রভাব কৃষিক্ষেত্রে পড়েনি এবং গ্রামাঞ্চলে কর্মহীনতা বৃদ্ধি পায় নি। অন্যদিকে আসন্ন উৎসবের মরশুমের আগে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের ওপর জোর দেওয়ায় বেকারত্ব কমতে দেখা যাচ্ছে। বিশেষত গিগ ওয়ার্কার এবং চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে দীপাবলির আগে এইধরনের নিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আগামী বছর সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে দেশের ১৪০ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা প্রধানমন্ত্রীর কাছে এক বিশাল চ্যালেঞ্জ। আর তাই ক্রমবর্ধমান বেকারত্বকে সামলাতে গত মাসে ৫১ হাজার ব্যক্তির হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছেন তিনি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ