Market
আবারও বাড়ছে বেকারত্ব। তবে এবার গ্রামের চেয়ে শহরে বেকারত্বের হার অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, শহরে এই বেকারত্বের হার ছাড়িয়েছে ১০% এর মাত্রা।
২০ জুন তারিখে শেষবার বেকারত্বের হার নজিরবিহীন ভাবে কমে আসে অনেকটাই। সেইসময় শহরে বেকারত্বের হার ছিল ১০.৩%। কিন্তু দেখা যাচ্ছে, দেশের স্বাধীনতা দিবসের সপ্তাহে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই বেকারত্বের হার। পৌঁছে গিয়েছে ১০.২৩ শতাংশে। ফলে কাজের বাজারে আবারও বাড়ছে উদ্বেগ। এখন প্রশ্ন উঠছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে যখন আবারও শিল্প, ব্যবসা বাণিজ্যের দরজা একের পর এক খুলতে চলেছে, তখন বেকারত্বের ভ্রুকুটি কেন আবারও গভীর হচ্ছে?
সূত্রের খবর, লকডাউন পরিস্থিতিতে যেমন বহু মানুষ কাজ হারিয়েছিলেন তেমনই অফিসে ফিরে আসার বা নতুন কাজ খোঁজার জন্য তেমন আর কেউ বিশেষ আগ্রহ দেখাননি। কিন্তু পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করায় আবারও মানুষজন নতুন কাজের আশায় ঝাঁপিয়ে পড়েছেন। সেক্ষেত্রে ভিলেন হয়ে দাঁড়াচ্ছে তৃতীয় ঢেউ। জানা গিয়েছে, সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মাথায় নিয়ে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের গুটিয়ে রেখেছে। ফলে শহরাঞ্চলে ক্রমশই মাথা চাড়া দিয়ে উঠছে বেকারত্ব।
ব্যুরো রিপোর্ট